মাথায় ভরা চুল একজন পুরুষকে করে তোলে ব্যক্তিত্বসম্পন্ন। কিন্তুযৌবনে যখন চুল পড়া শুরুহয়, নারী-পুরুষ সবাই অসহায় হয়ে পড়ে। কারণ, যৌবনকে ধরে রাখতে চুলের ভূমিকা অনেকখানি। শুধু যৌবন নয় বর্তমান প্রেক্ষাপটে একজন মানুষের ব্যক্তিত্বও প্রকাশ পায় মাথার চুলের মাধ্যমে। টাক : টাক শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল এলোপেসিয়া। অর্থাৎ টাক বলতে মাথা বা শরীরের লোমশ যে জোন অংশ থেকে আংশিক বা ছড়ানো-ছিটানো চুল পড়ে যাওয়াকেই বুঝায়। শ্রেণীবিভাগ : স্কারিং ও নন-স্কারিং * হেরেডিটারি ও নন-হেরেডিটারি * এলোপেসিয়া এরিয়াটা,...

